প্রকাশিত: Wed, May 17, 2023 4:36 PM আপডেট: Wed, Feb 5, 2025 11:55 PM
বঙ্গবন্ধু হ্যান্ডবলে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক: পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়াম সব সময়ই সরব থাকে। বুধবার দুপুরে সেই সরবের মাত্রা আরো বাড়ল। বঙ্গবন্ধু আইএইচএফ (ইন্টারন্যাশনাল হ্যান্ডবল ফেডারেশন) নারী অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ দল। আন্তর্জাতিক পর্যায়ে হ্যান্ডবলে বাংলাদেশের এটি প্রথম কোনো শিরোপা জয়।
গ্রুপ পর্বে এই ভারতের কাছেই হেরেছিল বাংলাদেশ। ফাইনালে অবশ্য অন্য বাংলাদেশের দেখা মিলল। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটির প্রথমার্ধে ২০-২০ গোলে সমতা ছিল। পরের অর্ধে বাংলাদেশ ২৬ গোলের বিপরীতে ভারত করে ২৩টি। ফলে ৪৬-৪৩ গোল ব্যবধানে চ্যাম্পিয়ন হয় স্বাগতিকরা।
গ্রুপ পর্বে দারুণ লড়াই করেও ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। সেই হারের মধুর প্রতিশোধ মেয়েরা নিল ফাইনালের মঞ্চে বেশ ভালো লড়াই করে।
বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ ১৫ বার জালের দেখা পান মার্ফি; এ ছাড়া রুনা লায়লা ১৪টি ও তাহারা আক্তার তানিয়া ১০টি, দীপা রানী ৫টি গোল করেন।
এরআগে, গ্রুপ পর্বে নেপালকে ৪৬-৮ গোলে হারিয়ে এই টুর্নামেন্টে যাত্রা শুরু করেছিল মেয়েরা। নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে জিতেছিল ৫৫-৯ ব্যবধানে। নিজেদের তৃতীয় ম্যাচে ভারতের কাছে ৪৩-৩৩ গোলে হেরেছিল বাংলাদেশ। টানা তিন জয়ে ফাইনালের মঞ্চে আসা শক্তিশালী ভারত প্রথম হারের তেতো স্বাদ পেল। সম্পাদনা: তারিক আল বান্না